Blogs, Distribution of relief to flood victims

বন্যায় দুর্গতদের পাশে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদ।

দেশের যে কোন দুর্যোগে মানুষের পাশে সর্বদা নিয়োজিত থাকে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদ। দেশের বন্যা কবলিত মানুষ কে একটু বিপদের সময় পাশে দাড়ানোর লক্ষে বাংলাদেশ সরকারের যুব ও ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আহবানে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের পক্ষ থেকে ৫০০ পরিবার কে ত্রান সামগ্রী বিতরন করেন সংগঠনের সভাপতি মিশুক সাহা সহ সদস্যবৃন্দ।

প্রতিটি সদস্যদের টাকায় এবং সাধারন জনগনের অনুদানে চলা এই সংগঠন সব সময় অরাজনৈতিক ও সামাজিক কাজে লিপ্ত থাকে।

নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ফেউসবুক পেইজে আপনার একটি রিভিও আশা করি।

FB: Narayangaj Jagroto Jubo Songshod

এছাড়া্ও সংগঠনের কর্মকান্ড আপনার প্রোফাইলে শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ রইলো।

ধন্যবাদান্তে
মিশুক সাহা
সভাপতি
নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *